Saturday, December 9, 2023

ভারতকে ২৪০ রানে আটকে দিলো অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ২ ওভারে ২৮/১ (মার্শ ৫*, হেড ৮*, ওয়ার্নার ৭)

ভারত ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)

যশপ্রীত বুমরার প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নিয়েছে ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে আগ্রাসী শুরু করেছিল। তবে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি ওয়ার্নারকে ফেরান। ভারতীয় পেসার বোলিংয়ে এসে ওয়াইড দেন। পরের ডেলিভারিতে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হন অজি ওপেনার। ১৬ রানে প্রথম উইকেট হারালো অস্ট্রেলিয়া।

ভারতকে ২৪০ রানে আটকে দিলো অস্ট্রেলিয়া

বিশ্বকাপে ভারতের ব্যাটারদের দাপট দেখা গেছে পুরোটা সময়। একই আধিপত্য দেখানোর লক্ষ্য নিয়ে ফাইনালে আগে ব্যাটিংয়ে নামে তারা। কিন্তু অচেনা এক ভারতকে দেখা গেছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। তাতে দলীয় সংগ্রহ আড়াইশও হয়নি। শেষ বলে ২৪০ রানে তাদের অলআউট করেছে অস্ট্রেলিয়া।

ভারত পাওয়ার প্লেতে ১০ ওভারে ২ উইকেটে ৮০ রান করে। রোহিত শর্মা ৩১ বলে চারটি চার ও তিন ছয়ে ৪৭ রানে আউট হন দশম ওভারে। তারপর শুরু হয় অস্ট্রেলিয়ার বোলারদের দাপট। বল হাতে ও ফিল্ডিংয়ে চমৎকারিত্ব দেখিয়ে স্বাগতিকদের খোলসে বন্দি করে রাখে অজিরা।

৮১ রানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি ও লোকেশ রাহুল হাল ধরেছিলেন। কোহলিকে ৫৪ রানে বোল্ড করে লাখো দর্শককে নিস্তব্ধ করে দেন প্যাট কামিন্স। তারপর আর ছন্দ ফেরাতে পারেনি ভারত।

লোকেশ রাহুল যা একটু চেষ্টা করে গেছেন। ডেথ ওভারে তাকে ইনিংস সেরা ৬৬ রানে থামান মিচেল স্টার্ক। এই বাঁহাতি পেসার তার পরের ওভারে মোহাম্মদ শামিকেও ফেরান।

ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে শেষ পাঁচ উইকেট হারায় ভারত।

স্টার্ক ১০ ওভারে ৫৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জশ হ্যাজেলউড ও কামিন্স।

সূর্যকুমারও হতাশ করলেন

আহমেদাবাদে ভারতের ব্যাটিং ব্যর্থতায় হাল ধরতে পারেননি সূর্যকুমার যাদবও। ১৮ রান করে জশ হ্যাজেলউডের ক্যাচ হন তিনি। বল তার গ্লাভস ছুঁয়ে জশ ইংলিসের গ্লাভসে ধরা পড়ে। ২২৬ রানে নবম উইকেট পড়লো ভারতের।

বুমরাকে ফেরালেন জাম্পা

স্টার্কের পর অ্যাডাম জাম্পা আঘাত করলেন। মাত্র ১ রান করে এলবিডব্লিউ হলেন যশপ্রীত বুমরা। ২১৪ রানে ৮ উইকেট হারায় ভারত।

স্টার্কের শিকার শামি

মিচেল স্টার্ক টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নিলেন। ৪৪তম ওভারে মোহাম্মদ শামিকে ৬ রানে জশ ইংলিসের ক্যাচ বানান অস্ট্রেলিয়ান পেসার। ২১১ রানে ৭ উইকেট নেই ভারতের।

ভারতকে দুইশতে পৌঁছে দিয়ে আউট রাহুল

৪১তম ওভারে অ্যাডাম জাম্পার বলে ড্রাইভ করে সিঙ্গেল নেন লোকেশ লাহুল। তাতে ভারতের স্কোর দুইশতে পৌঁছায়। পরের ওভারে ফিরে যান তিনি। মিচেল স্টার্কের বলে আউটসাইড এজ হয়ে জশ ইংলিসের ক্যাচ হন তিনি। ১০৭ বলে ১ চারে ৬৬ রান করেন তিনি। ২০৩ রানে ৬ উইকেট হারালো ভারত।

জাদেজাকে হারিয়ে চাপে ভারত

রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ব্যর্থ। মারকুটে এই ব্যাটারকে খোলসবন্দি করে রাখে অস্ট্রেলিয়ান বোলাররা। ইনিংসও দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ২২ বলে ৯ রান করে জশ হ্যাজেলউডের বলে জস ইংলিসের গ্লাভসবন্দি হন। ১৭৮ রানে ৫ উইকেট হারালো ভারত।

ফিফটিতে ইনিংস সামাল দিচ্ছেন রাহুল

কোহলি যতক্ষণ ছিলেন শুধু প্রান্ত আগলে খেলছিলেন লোকেশ রাহুল। কোহলির আউটের পর ভূমিকা বদলেছে। দায়িত্ব নিয়ে খেলছেন তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৭তম ফিফটি। রাহুল পঞ্চাশ ছুঁয়েছেন ৮৬ বলে। ধীরে সুস্থে খেলে তাকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা।

কোহলিকে ফিরিয়ে ৬৭ রানের জুটি ভাঙলেন কামিন্স

ওপেনার রোহিত যতক্ষণ ছিলেন সচল ছিল ভারতের রানের চাকা। কিন্তু রোহিতের আউটের পর দ্রুত আইয়ারও আউট হলে ছন্দ পতন হয় ইনিংসে। তার পর অবশ্য দারুণ জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন কোহলি-রাহুল। রাহুল ধীরে সুস্থে খেলতে থাকলেও মূল দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন কোহলি। ফিফটিও তুলে নিয়েছিলেন। কিন্তু কোহলিকে বোল্ড করে কথামতো স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন প্যাট কামিন্স। তাতে ভাঙে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

কামিন্সের শর্ট বল ঠিকমতো খেলতে পারেননি কোহলি। এমনভাবে খেলেছেন যে নিজের স্টাম্পে বল আঘাত করে। তাতে ৬৩ বলে ৫৪ রানে ফিরেছেন কোহলি। তার ইনিংসে ছিল ৪টি চার।

দলকে টেনে তোলার চেষ্টায় কোহলি।দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন কোহলি।কোহলির ফিফটি

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় শুরুতে রানের যে গতি ছিল সেটা কমে আসে ভারতের। তার পরেও জুটি গড়ে দলকে ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন কোহলি-রাহুল জুটি। কোহলি তো ৭২তম ফিফটিও তুলে নিয়েছেন ৫৬ বলে। সঙ্গী রাহুল অবশ্য ঢিমে তালে খেলছেন।

রোহিত-আইয়ারকে আউট করে ভারতকে চাপের মুখে ফেলেছে অস্ট্রেলিয়া

গিলের উইকেট পড়লেও রোহিতের আগ্রাসী ব্যাটিং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার। সঙ্গে যোগ হন বিরাট কোহলি। তিনিও অজি বোলারদের ওপর চড়াও হতে থাকনে। তাতে ৯ ওভারেই ভারতের স্কোর হয়ে যায় এক উইকেটে ৬৬। তখন উইকেট নেওয়ার জন্য পাওয়ার প্লের মাঝে ম্যাক্সওয়েলকে আনেন কামিন্স। তার দ্বিতীয় ওভারে রোহিত চড়াও হয়েছিলেন। দশম ওভারটিতে এক ছক্কা ও এক চারে দ্রুততম হাফসেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতের অধিনায়ক। ওই ওভারেই ম্যাক্সওয়েলের শিকার হন তিনি। ৩১ বলে ৪৭ রান করা রোহিতকে দারুণ এক ক্যাচে তালুবন্দি করেছেন ট্রাভিস হেড। রোহিতের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

রোহিতকে ফেরানোর পরের ওভারে তাদের আরও চাপে ফেলে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। নতুন নামা শ্রেয়াস আইয়ারকে (৪) ব্যাক অব লেংথের ডেলিভারিতে গ্লাভসবন্দি করিয়েছেন। তাতে ৭৬ রানে দুই উইকেট থেকে ভারতের স্কোর দাঁড়ায় ৮১ রানে ৩ উইকেট! তার পর কমে আসে রানের গতি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুতে রানের চাকা সচল রাখেন রোহিত।রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাঝেই আউট গিল

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা সতর্ক ছিল ভারতের দুই ওপেনারের। কিন্তু দ্বিতীয় ওভারে হ্যাজলউড আসতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের স্বভাবসুলভ ব্যাটিং শুরু করেন ওপেনার রোহিত শর্মা। স্টার্কের বেলায় শুরুতে যতটা রক্ষণাত্মক খেলেছেন, ততটাই আক্রমণাত্মক ছিলেন হ্যাজলউডের বেলায়। তাতে ৪ ওভারেই স্কোরবোর্ডের জমা হয় ৩০ রান। তবে সঙ্গী শুবমান গিল ছিলেন পুরোপুরি খোলসবন্দি। এ সময় স্টার্কের বলে গিলের ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচের সুযোগও তৈরি হয়েছে। সেটা কঠিন ছিল যদিও। তবে পঞ্চম ওভারে স্টার্কের বলে চড়াও হতে গেলে শেষ রক্ষা হয়নি তার। শর্ট লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ৪ রানে মিড অনে জাম্পার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গিল।

‘শিশির’ ভাবনায় শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া

গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফাইনালে উঠে স্বাগতিকরা কোনওভাবেই চাইবে না তৃতীয় বিশ্বকাপ জেতার সুযোগ হাতছাড়া করতে। তাহলে প্রথম দল হিসেবে ঘরের মাটিতে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে তারা। যদিও শুরুতে টস ভাগ্য তাদের পক্ষে আসেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

ভারত-অস্ট্রেলিয়াটসের মুহূর্তের ছবি।৪৭তম ম্যাচটি দিয়েই আজ পর্দা নামছে বিশ্বকাপের। টানা দশ ম্যাচ জিতে শিরোপা মঞ্চে আসা ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। টানা ৮ ম্যাচ জেতা অজিদের একাদশও অপরিবর্তিত। অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশিরকে ফ্যাক্টর হিসেবে দেখছেন। এখানে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। সর্বশেষ তিনটি বিশ্বকাপে বিজয়ী হয়েছে রান তাড়া করা দল।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, টস জিতলে শুরুতে ব্যাটিংই করতেন তিনি। যেহেতু বড় ম্যাচ প্রচুর রান প্রয়োজন স্কোরবোর্ডে।

একাদশে কারা

দুই দলই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

ডেস্ক রিপোর্ট/জয়-০৫

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত