Friday, December 8, 2023

এবার দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন হিরো আলম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম দলীয় প্রতীকে নির্বাচন করবেন। তিনি বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হিরো আলম জানান, তিনি গত একাদশ সংসদ নির্বাচন ও দুটি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। এবার তিনি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। তিনি বলেন, “আমি দলের প্রতীকে নির্বাচন করলে জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়বে।”

হিরো আলম জানান, তিনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে মনোনয়ন চেয়েছেন। তবে এখনও কোন দল থেকে মনোনয়ন পাওয়া যায়নি। তিনি বলেন, “দলগুলোর কাছ থেকে মনোনয়নের জন্য অপেক্ষা করছি।”

হিরো আলম ২০১৬ সালে ইউটিউবে আসার পর তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। তিনি বিভিন্ন অভিনয়, গানের ভিডিও ও নাটক বানিয়ে ইউটিউবে আপলোড করেন। তার ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি মাত্র ৬৩৮ ভোট পান। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে একতারায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বগুড়া সদর আসনে পাঁচ হাজার ২৭৪ ভোট ও বগুড়া-৪ আসনে ১৯ হাজার ৫৭১ ভোট পান। তবে উভয় আসনেই তিনি পরাজিত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত