চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৬ নভেম্বর প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৮টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা ফলাফল হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, আগামী ২৬ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর ওই ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে। তখন সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
চলতি বছরের গত ১৭ আগস্ট দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় গত ২৭ আগস্ট। ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নেয়া হলেও সব বোর্ডই আগামী ২৬ নভেম্বর একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরীক্ষার ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। তাই শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।