Saturday, December 9, 2023

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে রোববার দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মারুফুল ইসলাম, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ প্রমুখ।
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়া। তার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একসূত্রে গাঁথা। তাই গণতন্ত্রের নেত্রীকে বন্দি রেখে কোনোভাবে গণতন্ত্রের মুক্তি সম্ভব না। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি আনিছুর রহমান মুকুল।
রাতদিন সংবাদ/আর কে-০৬

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত