নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি মো: রুহোল আমিন মোল্যার সভাপতিত্বে ৬ষ্ঠ ও৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সমন্বয়ে নতুন কারিকুলাম বিষয় ও শিক্ষার্থীদেরকে পাঠে মনোযোগী করার কৌশল প্রসঙ্গে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো: নাজমুল আলম।
এছাড়া বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ করে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রায় দেড় শতাধিক অভিভাবক এ সমাবেশে উপস্থিত ছিলেন। নতুন কারিকুলাম এর বিস্তরণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বায়েজিদ মোল্যা। এছাড়া বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক ও কয়েকজন বিশিষ্টজন আলোচনায় অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অভিভাবকদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী বিদ্যালয় পরিদর্শক নাজমুল আলম নতুন কারিকুলাম এর বিস্তরণ সহ শিক্ষার্থীদের উপস্থিতি, স্কুল ড্রেস ও দুপুরের খাবার আনার বিষয়ে জোর তাগিদ প্রদান করেন।
সর্বশেষ সভাপতির উপস্থিতে অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
আর কে-০২