মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ পিচ ইয়াবসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে নাসির উদ্দীন (৫৫) ও একই থানার মৃত ফরিদের ছেলে আব্দুল করিম (৪০)।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযানচালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আর কে-০৫