Tuesday, September 26, 2023

যশোরে সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল অফিসারের বিরুদ্ধে প্রতারণা মামলা

দুই যুবককে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে যশোরের আদালতে সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল অফিসার এস এম শাহিনুর আলম শাহিনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যশোর শহরের পোস্ট অফিস পাড়ার হাফিজুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামি ব্যাংক কর্মকর্তা এস এম শাহিনুর আলম শাহিন খুলনার বেনি বাবু রোডস্থ বিকে স্কুলের সামনের বাসিন্দা।
হাফিজুর রহমানের অভিযোগ, অভিযুক্ত সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন তার পূর্ব পরিচিত। এরই সূত্র ধরে সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন তার দুই ভাইপো সোহেল রানা ও শিমুল হোসেনকে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে অফিস সহায়ক পদে চাকরি পাইয়ে দিতে পারবেন বলে তাকে জানান। এ জন্য তিনি ১৬ লাখ টাকা দাবি করেন। তার কথায় বিশ্বাস করে দুই ভাইপোর চাকরির জন্য চলতি বছরের ৩ মার্চ তাকে ১৬ লাখ টাকা দেন হাফিজুর রহমান। এরপর ২৮ মার্চ মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের অফিস সহায়ক পদে সোহেল রানা ও শিমুল হোসেনের দুটি নিয়োগপত্র দেন সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন। গত ১৫ মে সোহেল রানা ও শিমুল হোসেন নিয়োগপত্র নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। এ সময় সেখান থেকে জানানো হয়, নিয়োগপত্র দুটি জাল। এ কারণে গত ৮ সেপ্টেম্বর অভিযুক্ত সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিনের কাছে ১৬ লাখ টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে আদালতে মামলা করেছেন হাফিজুর রহমান।
রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ