প্রেম প্রত্যাখান করায় গৃহবধূকে অপহরণ, টাকা ও গহনা লুট এবং চাঁদা দাবির অভিযোগে দু’ ভাইয়ের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শার্শার নাভারণ গ্রামের ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রাণী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে।
আসামিরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার বন্ধনপুর গ্রামের জুয়েল রানা ও আরিফ।
মামলায় উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি জুয়েল রানার সাথে ওই গৃহবধূর পরিচয় হয়। সেই সূত্র ধরে জুয়েল মাঝে মধ্যে মোবাইল ফোনে কুশল বিনিময় করতেন। এরমধ্যে জুয়েল ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। জুয়েলের প্রেমের প্রস্তাব প্রত্যখান করায় ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি দেন তাকে। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও পরিবারের সদস্যদের জানান।
গত ৩ সেপ্টেম্বর সকালে জুয়েল ও তার ভাই আরিফ ব্যবসা সংক্রান্ত কাজের কথা বলে তাদের বাসায় আসেন। গৃহবধূর স্বামী বাসায় না থাকায় তাদের ড্রয়িং রুমে বসতে দেন ওই গৃহবধূর শাশুড়ি। এরমধ্যে গৃহবধূ তাদের নাস্তা দিতে এসে চিনতে পেরে পাশের রুমে চলে যান। তখন জুয়েল ও আরিফ জোর করে তার সাথে রুমে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৯ লাখ ৮০ হাজার টাকা, ৯ ভরি সোনার গহনা নিয়ে নেয়। এরপর তারা ওই গৃহবধূকে অপহরণ করে একটি প্রাইভেটকারে নিয়ে চলে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আসামিরা তাকে মুক্তি দিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে আসামিরা তাকে খুন জখম করতে পারে।
রাতদিন সংবাদ