Tuesday, September 26, 2023

সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

একরামুজ্জামান (জনি),সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। নীলকণ্ঠ সরকারের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে করে খুলনার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বৃষ্টিপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলসহ তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন। পরে তার অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। খুলনা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলমান থাকা অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার একে এম রাশেদুজ্জামান বলেন, রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। অপরদিকে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাতদিন ডেস্ক/ জয়-০১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ