নিজস্ব প্রতিবেদক: যশোরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি সুজিত কাপুড়িয়া বাবলুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং মারধরের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সনাতন ধর্মাবলম্বী সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে সনাতন ধর্মাবলম্ব নেতা ভোলা নাথ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মিনাল কান্তি দে, সাবেক সহ সভাপতি বিষ্ণু সাহা, সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ্য ও খ্রিস্টান আইনজীবী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুকুমার রায়, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাস, জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন যশোরের সাধারণ সম্পাদক বিভুতোষ রায়, সদর উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি বিপ্লব দাস।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন যশোর, সনাতন ধর্ম সংঘ যশোর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদ।