Tuesday, September 26, 2023

যশোরে বর্ণাঢ্য আয়োজনে সালমান শাহের জন্মদিন পালন

যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে কাঠেরপুল যুব সংঘের আয়োজনে কেককাটা, সালমান শাহের সিনেমা প্রদর্শন ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমান ভক্ত অংশ নেন।

সংগঠনের পরিচালক শিমুল ভুইয়া জানান, ১৯ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন। এছাড়া এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে সালমান শাহের কেয়ামত থেকে কেয়ামত সিনেমা ও সালমান শাহের অভিনীত সিনেমা প্রদর্শন করা হয়। পরে সালমান স্মরণে আলোচনা সবশেষে প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা সভায় সালমান হত্যার ন্যায় বিচারের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন সাংবাদিক মীর মঈন মুসা, নিয়ামুল হাসান বাবু, দাদা রতন, এম এইচ উজ্জল, ফারুক হোসেন, রেহান ইসলাম, নিরু, সাফিন মুবিন, অনিক, মোহাম্মদ হোসেন, নান্টু হোসেন, বাপ্পি হোসেন প্রমুখ।

রাতদিন সংবাদ/আর কে-০৬

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ