Tuesday, September 26, 2023

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ নভেম্বর। এর আগে সাধারণ সভা আয়োজন করা হবে ১১ নভেম্বর। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহককে চেয়ারম্যান, অ্যাডভোকেট শাহরিয়ার আলম বাবুকে সদস্য সচিব ও সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সভা থেকে বকেয়া পরিশোধসহ মাসিক চাঁদা হালনাগাদ করার জন্য সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

এছাড়া সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশনেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ