সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে সাতক্ষীরা পলাশপোল গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ, হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শংখ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা।
অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের কারিগররা পূজা অর্চনায় ব্রতী হলেন শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার। পূজার কার্যক্রম পরিচালনা করেন পুরোহীত তাপস চক্রবর্তী।
এদিকে সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এই দিনে তিনশ বছরেরও পুরানো ঐতিহ্যবাহি “গুড় পুরুরের মেলা” শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী ২০ সেপ্টেম্বর এই মেলার আনুষ্ঠিক উদ্বোধন করা হবে।
আর কে-০১