Saturday, July 27, 2024

মোরেলগঞ্জে পালিত হলো জাতীয় স্হানীয় সরকার দিবস 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হলো স্থানীয় সরকার দিবস। বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ, মোরেলগঞ্জ  পৌরসভা, ইউনিয়ন পরিষদে বর্তমান  সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে (১৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৯ সেপ্টেম্বর)  তিন দিনব্যাপী  কর্মসূচি নিয়ে উপজেলা প্রশাসন মোরেলগঞ্জ  উপজেলা চত্বরে এক উন্নয়ন মেলার  আয়োজন করেন।
এ উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে।
র‍্যালি শেষে আলোচনা সভায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড- শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম  ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় মোরেলগঞ্জের  তৃনমুল পর্যায়ের   তৃণমূল  রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সেবা সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য মুজিব বর্ষের উপহার গৃহ নির্মাণ, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মান, গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন, গ্রামীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে গ্রামীণ জনপদের উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা সহ সরকারের নানা সুযোগ সুবিধার চিত্র তুলে ধরে আলোচনা সভা করা হয়।
আর কে-০৭
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত