বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জি: আরশাদ পারভেজ গনসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।
সোমবার বিকালে পুনিহার বাজার ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এসময় তিনি বলেন নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার পক্ষে গনজোয়ার সুষ্টি করতে হবে।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাহ, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইমারত হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার শিকদার ও সাধারণ সম্পাদক দাউদ হোসেন, রায়পুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন, জামদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, দরাজহাট ইউনিয়ন তাতীলীগের সভাপতি মোশাররফ হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আদম আলী, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আর কে-১০