অ্যামাজন বনের ব্রাজিল অংশে খারাপ আবহাওয়ার মাঝে এক বিমান দুর্ঘটনায় পাইলটসহ ১৪ জন মারা গেছেন। ওই ফ্লাইটে ১২ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।
গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
ছোট প্রপেলারের উড়োজাহাজটি আমাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রত্যন্ত জঙ্গল শহর বার্সেলোসে যাচ্ছিল। প্রায় ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যের একদম কাছাকাছি এসে দুর্ঘটনায় পতিত হয়।
কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজে থাকা ১২ যাত্রী ও দুই কর্মীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টি ছিল। একদম সামনের দৃশ্যও দেখা যাচ্ছিল না। উড়োজাহাজটি এমন পরিস্থিতিতে বার্সেলোসে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
ব্রাজিলিয়ান নিউজ সাইট জি ওয়াস জানিয়েছে যে প্লেনটি ছিল ইএমবি-১১০ টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ। এর নির্মাতা ব্রাজিলের সংস্থা এমব্রেয়ার।
বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস জানান, গেম ফিশিংয়ের সঙ্গে জড়িত স্থানীয় এক ব্যবসায়ী প্লেনটি চার্টার করেছিলেন। যাত্রীরা তার বন্ধু ও মাছ শিকারের সঙ্গে যুক্ত। তারা ব্রাজিলের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন।
অনলাইন ডেস্ক/আর কে-০১