Tuesday, September 26, 2023

বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা’র উদ্বোধন

আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র উদ্বোধন করা কয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, সমাজ সেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু হানিফ। মেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল অফিস অংশগ্রহণ করে এবং ১২টি স্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান , জামদিয়া ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।

রাতদিন ডেস্ক/ জয়-১০

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ