Tuesday, September 26, 2023

নড়াইলে শেষ হলো স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

হাফিজুুল নিলু,নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা -২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৪ ও ১৬ সেপ্টেম্বর ) এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলা থেকে বালক ও বালিকা দুইটা গ্রুপে ফুটবল, হ্যন্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিরা অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতায় বালক গ্রুপে কালিয়া শাহাবাদ ইউনাইটেড একাডেমি এবং বালিকা-গ্রুপে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। হ্যান্ডবলে বালক গ্রুপে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা-গ্রুপে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ, জেলা শিক্ষা অফিসের বিজ্ঞান বিষয়ক কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়রে শিক্ষক- শিক্ষার্থী খেলোয়ারসহ সংশ্øিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

রাতদিন ডেস্ক/ জয়-০৬

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ