Tuesday, September 26, 2023

নড়াইলের কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড়

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
দুই কিলোমিটার দূরত্বের এ বাইচ প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ধাড়িয়াঘাটা নিতাই সাধুর নৌকা প্রথম,ডহর চাচুড়ির নবীর গাজীর নৌকা দ্বিত্বীয়,ডহর চাচুড়ির আকবর মোল। আকবরের নৌকা তৃত্বীয় এবং চাচুড়ি গ্রামের ফরহাদ মোল্যার নৌকা চতুর্থ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন,কালিয়া উপজেলার সাবেক মেয়র মো.মুশফিকুর রহমান,কালিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো.রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক আশীষ ভট্রাচার্য্য প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন,যুব সংঘের মো.ওসিকুর রহমান,শিপন সোহাগ,মুত্তাকীন মোল্যা প্রমুখ। বৃস্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ