Thursday, September 28, 2023

মণিরামপুরে সড়কের পাশে বৃদ্ধার মরদেহ

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বিজয়রামপুর খইতলার পাশ থেকে একজন বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের নাম আমেনা বেগম (৭৩)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
খইতলা এলাকাবাসী জানান, ‘ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়েছিলেন আমেনা বেগম। তার মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’
একটি সূত্র জানায়, আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ