Tuesday, September 26, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করায় বাঘারপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

বাঘারপাড়া অফিস : যশোরের বাঘারপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস শেয়ার করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে শিকড় আওয়ামীলীগ ব্যানারে উপজেলার চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। গত বুধবার রায়পুর স্কুল এন্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মনিরুজ্জামান ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্বক ছবি ও অশ্লীল মন্তব্য লেখা একটি পোস্ট তার নিজস্ব আইডিতে শেয়ার করেন। ঘটনাটি জানাজানি হলে আওয়ামীলীগসহ স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তরা বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল মন্তব্য লেখা পোস্ট শেয়ার করায় মানহানিকর কাজ করেছেন। সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবে কিভাবে সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। শিক্ষক হিসেবে কঠোর অপরাধ করেছেন। আমরা তার চাকরি থেকে স্থায়ী অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, জামদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, বন্দবিলা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম রেজা খান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কৃষিবীদ এনায়েত হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা রিপন হোসেন, বিকাশ বিশ্বাস, মিঠু রানা, অরবিন্দু অধিকারী, বাহারুল ইসলাম প্রমুখ।

রাতদিন ডেস্ক/ জয়-০৭

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ