Thursday, September 28, 2023

স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত,স্বামীকে আটক করেছে পুলিশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে স্বামী-স্ত্রীর পরিবারিক গোলযোগের একপর্যায়ে স্বামী আবদুস সালাম (৬৫) এর লাঠির আঘাতে স্ত্রী জবেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এবিষয়ে অভিযুক্ত স্বামী আবদুস সালামকে থানা পুলিশ আটক করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবদুস সালাম মাঠের কৃষিকাজ শেষ করে তার নিজ বসত বাড়িতে ফিরে এলে বড় ছেলেকে গোপনে টাকা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী জবেদা বেগমের সঙ্গে বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে অশীল ভাষা ব্যবহার করে গালী দিতে থাকে। তখন স্বামী তার রাগ চেক দিতে না পেরে বাড়ির মধ্যে থাকা ডুমুর গাছের ডাল দিয়ে স্ত্রীকে আঘাত করে। তখন স্ত্রী স্বামীর লাঠির আঘাত সহ্য করতে না পেরে পরাপারে চলে গেছেন। ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত ঘটনার নিশ্চিত করে বলেন, পরিবারের কলহের জেরে ধরে লাঠি দিয়ে স্ত্রী জবেদা বেগমকে আঘাত করেন তার স্বামী। লাঠির আঘাতের কিছুক্ষণ পরে তার স্ত্রী মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী আব্দুস সালামকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

রাতদিন ডেস্ক/ জয়-০২

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ