বাঘারপাড়া অফিস : সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো অবুঝ শিশু সাদিয়া (০৮) বৃহস্পতিবার সন্ধায় যশোর- নড়াইল সড়কের বাঘারপাড়ার জামদিয়া দত্তরাস্তা নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা মেট্র ব-১৪-২৬৭৯ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজে সজোরে ধাক্কা দিয়ে পড়ে যায়, এসময় স্থানীয় পথচারি কামরুল ইসলাম ৫০) ও তার নাতনি সাদিয়া ওই বাসের বাড়িখেয়ে দুটি পা কেটে পড়ে যায়। যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ার পথে অতিরিক্ত রক্তখরনে সাদিয়ার মৃত হয় বলে স্থানীয়রা জানান। নানা কামরুলে অবস্থা ও গ্রুতর বলে জানাযায়। এছাড়াও বাসের যাত্রীরা সকলেই কমবেশি আহত হয়েছে। পরে ক্রেণ এসে বাসটি সরিয়ে সাদিয়ার কাটা পড়া পা দুটি উদ্ধার করা হয়।
রাতদিন ডেস্ক/ জয়-০৭