জালিয়াতির অভিযোগে জেলা রেজিস্টারসহ ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার মণিরামপুরের কামালপুর গ্রামের গৃহবধূ মোমেনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, তৎকালীন জেলা রেজিস্টার, নকলকারক ও পাঠক চাঁদ সুলতানা, তুলনাকারক মুজিবুল, কামালপুর গ্রামের আব্দুর রশিদ ও তার ছেলে শাহিন হোসেন এবং বালিয়াডাঙ্গা গ্রামের সদর আলী গাজী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, কামালপুর গ্রামের আকবর আলী ১৯৯৫ সালে ২৯ শতক জমির মধ্যে ২০ শতক জমি তার ছেলে ইউনুচ আলী মোল্লার নামে রেজিস্ট্রি করে দেন। ইউনচু আলী এ জমির নামপত্তন করে তা ভোগদখল করেন। এরপর ইউনুচ আলী তার স্ত্রী বাদী মোমেনা খাতুনের নামে ওই জমি রেজিস্ট্রি করে দেন। মোমেনা খাতুন নামপত্তন করে নিজে ভোগ দখল করছেন। এরমধ্যে আসামি আব্দুর রশিদ, শাহিন হোসেন ও সদর আলী রেজিস্ট্রি অফিসের ওই তিনজনের সাথে যোগসাজস করে মোটা অংকের টাকা দিয়ে জালিয়াতির মাধ্যমে রেজিস্টারে ৯৭২ দাগের স্থলে ৪৭২ দাগের ২০ শতক জমি লিখে নেন। এরপর আব্দুর রশিদসহ অন্যরা এ জমির দলিলের নকল তুলে সহকারী কমিশনার (ভূমি) অফিসে জমা দিয়ে মোমেনা খাতুনের নামের নামপত্তন বাতিল চেয়ে অভিযোগ দেন। সহকারী কমিশনারের অফিস থেকে নোটিশ পেয়ে গত ১৬ আগস্ট দলিল দেখে জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি খোঁজখবর নিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ