Tuesday, September 26, 2023

চোরে শোনেনা ধর্মের কাহিনী,বাঘারপাড়ায় মসজিদের আইপিএস এর ব্যাটারি ও জায়নামাজ চুরি

আজম খান , বাঘারপাড়া(যশোর) : চোরে শোনেনা ধর্মের কাহিনী। কথাটির বাস্তবতায় প্রকাশ্য দিবালোকে বাঘারপাড়ার করিমপুর মোল্যা পাড়ার মসজিদের আইপিএস এর ব্যাটারি ও জায়নামাজ চুরি সংগঠিত হয়েছে। বৃহশপতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) প্রকাশ্য দিবালোকে জোহরের নামাজের পূর্বে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের মোল্যা পাড়ার মসজিদে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মসজিদের ১২ ভোল্টের(৩০ ওয়াট) একটি ব্যাটারি ও দুইটি জায়নামাজ চুরি করে নিয়ে গেছে। এছাড়া আলমারির তালা ভেঙ্গে টাকা-পয়সা খোঁজাখুজি করেছে বলে জানা যায়। মসজিদের মুসাল্লি আনোয়ার হোসেন মোল্যা ও আব্দুল লতিফ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাতদিন ডেস্ক/ জয়-০৪

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ