Tuesday, September 26, 2023

পাইকগাছায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ রপ্তানিমুখী কৃষি এগিয়ে নিতে আহ্বান

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় কৃষি প্রশিক্ষণে আধুনিক ও রপ্তানিমুখী কৃষি খাতকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে কৃষাণ-কৃষানীদের আহ্বান জানান সংশ্লিষ্ট কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তাগণ।

১২ সেপ্টেম্বর উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত “ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন”প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণে খুলনা খামার বাড়ির উচ্চ পদস্থ কৃষিবিদগণ এ আহ্বান জানান।আরও জানান, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও বাংলাদেশে কোন খাদ্য সংকট নেই।প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন,উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা(উদ্যান),এস এম মিজান মাহমুদ(পিপি),জেলা প্রশিক্ষণ অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে কৃষি বিভাগ থেকে ৬০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে উন্নত জাতের লেবুর চারা বিতরণ করা হয়।

রাতদিন ডেস্ক/ জয়- ০৬

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ