কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চ্যাম্পিয়ান বালিকা-গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালক-ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়
কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১২সেপ্টেম্বর কেশবপুর পাবলিক মাঠে দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রথম খেলায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। দ্বিতীয় খেলায় ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু প্রমূখ। খেলা পরিচালনা করেন তজিবর রহমান ও আব্দুর রাজ্জাক।
রাতদিন ডেস্ক/ জয়-০৩