তাছিন জামান, মাগুরাঃ মাগুরায় অসহায়, প্রশিক্ষনার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট করা হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় মাগুরা আতর আলী সড়কে বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আই এম ডি প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামাল হোসেন তালুকদার। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক আসাদুল হক সহ অন্যরা। বহুমুখী মানব কল্যান সংস্থা এ পর্যন্ত ১২শ ৬১ জন হতদরিদ্রকে কম্পিউটার কোর্স সম্পন্ন করে সনদপত্র বিতরণ করেছে ।
রাতদিন ডেস্ক/ জয়-০১