Thursday, September 28, 2023

মণিরামপুরে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমের মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

মণিরামপুর প্রতিনিধিঃ শিক্ষার্থীদের শিখন কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ অভিভাবক সমাবেশের আয়োজন করে।

শনিবার স্কুল ক্যাম্পাস মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকাত মোঃ ফখরুদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জিএম মোমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উওম চক্রবর্তী বাচ্চু, নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক কার্তিক হালদার, প্রনয় বিশ্বাস, অভিভাবক নাজমা বেগম, রাসেল আহমেদ, ফাতিমা খাতুন, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ের কোন বিকল্প নেই।

আর কে-১৫

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ