Thursday, September 28, 2023

রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ দিলেন ডাক্তার নিকুঞ্জ

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ শ্রী শ্রী রুপসনাত ধামে শুক্রবার (০১ সেপ্টেম্বর), রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, উপস্থিত ভক্তদের চিকিৎসাসেবা ও ঔষধ দিলেন, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সাবেক অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারি গোলদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহ্সান বাবলু, রুপসনাতন ধামের সাধারণ সম্পাদক পিযূষ কুমার কুন্ডু। সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কুমার দেবনাথ।

এ অনুষ্ঠানে তিনি বিনামূল্যে ভক্তদের ডায়বেটিস পরীক্ষা সহ রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ঔষধ বিতরণ করেন।

এসময় ডা: নিকুঞ্জ বলেন সকলকে এহকাল এবং পরকালের শান্তির জন্য ধর্মীয় পথ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। আমি শুধু সেই চেষ্টায় করছি, আমার কাছথেকে মানুষ যেন উপকৃত হয়।

অনুষ্ঠান শেষে সকল ভক্তদের সাথে প্রাসদ গ্ৰহন করেন ডা: নিকুঞ্জ বিহারি গোলদার।

রাতদিন ডেস্ক/ জয়- ১৩

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ