Thursday, September 28, 2023

মণিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর দারুল উলুম ইলাহি বক্স মাদ্রাসার ৪ তলার ছাদ থেকে পড়ে অহিদুজ্জামান সাদ (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। বুধবার সকাল ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের একমাত্র পুত্র।
মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, নজরানা শাখার শিক্ষার্থী অহিদুজ্জামান সাদ মঙ্গলবার দুপুরের পর সবার অজান্তে চতুর্থ তলার ছাদে উঠার সময় সিড়িকক্ষের ফাকাস্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। সাথে সাথে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অ¦স্থায় বুধবার সকালে তার মৃত্যু ঘটে বলে জানাযায়। বুধবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে টেংরামারি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুতে মাদ্রাসাসহ নিহতের গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ