মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ স্কুল শিক্ষিকাকে পেটানোর ঘটনায় সেই যুবলীগ সভাপতি মিজানুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মণিরামপুর পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় পার্ডে বহিস্কার আদেশপত্র সাংবাদিকদের হাতে পৌচ্ছে। এতে বলা হয়েছে, সংগঠনের শৃংঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকায় মিজানুর রহমানকে সাময়িক অব্যহতি দেয়া হয়। সংগঠনের পরিপন্থি কর্মকান্ডে সু-নিদিষ্ট অভিযোগ থাকায় সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। যেকারণে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যহতি দেওয়া হলো।
উল্লেখ্য, মিজানুর রহমান মিজান মণিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড (দূর্গাপুর, স্বরুপদাহ) যুবলীগের সভাপতি।
উল্লেখ্য, গত মঙ্গলবার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করছিলেন শিক্ষিকা ছালিমা আক্তার। হঠাৎ তিনি দেখতে পান শিক্ষকদের বেসিনে ট্যাব খোলার চেষ্টা করছে তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম। এক পর্যায়ে শিক্ষার্থীকে শাসন করেন তিনি। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে নালিশ করে। মুহূর্তের মধ্যে ওই শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বিদ্যালয়ে আসেন। এসময় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষিকা ছালিমা আক্তারকে মারতে থাকেন।
এ ঘটনায় শিক্ষিকা মিজানুর রহমানকে অভিযুক্ত করে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার মিজানুরকে পুলিশ আটক করে আদালতে পাঠায়।
আর কে-০৭