মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষের পরিচালনায় শোক সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, অনন্ত দেবনাথ, বাবুল আক্তার বাবলু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাসান সরোয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক কাজী তাজাম্মূল হুসাইন টিটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, ইইপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, গাজী মাযহারুল আনোয়ার, সাবেক ইউপি জিএম এরশাদ আলী সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হক, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি, আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা শিপন সরদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি প্রমুখ। সভাশেষে দোয়া মাহফিল হয়।
আর কে-০৬