আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকে নিজের নামকে একের পর এক কীর্তির শীর্ষে লিখছেন বাবর আজম। তবে বেশ কিছুদিন ধরে তিনি ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজও ‘গোল্ডেন ডাক’ দিয়ে শুরু করেছিলেন এই পাকিস্তানি অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে তিনি রানে ফিরলেও ফিফটির পর আর ইনিংস লম্বা করতে পারেননি। তবে এর মাঝেই বড় একটি রেকর্ড গড়ে ফেলেছেন বাবর।
গতকাল (বৃহস্পতিবার) শেষ ওভারের নাটকীয়তায় আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। রহমানউল্লাহ গুরবাজের দেড়শ পেরোনো ইনিংসে ভর করে আফগানরা প্রথমে বরাবর ৩০০ রান সংগ্রহ করে। যার জবাবে ভালোই লড়ছিল বাবরের দল। তবে একপ্রান্ত আগলে রেখে জয় অনেকটাই নিশ্চিত করে দিয়ে ফেরেন ইমাম উল হক। তার ৯১ রানের ইনিংস ছাড়াও বাবর ৫৩ এবং শাদাব খান করেন ৪৮ রান।
অবশ্য রশিদ খানদের বিপক্ষে কালকের ম্যাচের আগেই পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন পাকিস্তানি এই তারকা ব্যাটার। ৯৯ ইনিংসেই বাবরের রান ছিল ৫০৮৯। আমলাদের ছাড়িয়ে যেতে শুধু ১০০তম ইনিংসে ব্যাটিংয়ে নামাটাই দরকার ছিল বাবরের।
অনলাইন ডেস্ক/আর কে-০৪