Tuesday, September 26, 2023

ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো বোনেরও

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা ও রাহিম লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকার আনোয়ার হোসেনের সন্তান।

নিহতদের বাবা আনোয়ারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু রাহিম বাড়ির পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে ফারজানাও পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। তাদের আমরা মৃত পেয়েছি। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

অনলাইন ডেস্ক/জয়_ ১১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ