Thursday, September 28, 2023

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

এইচ,এম, শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী সাহয্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম কর্তৃক পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুলের সবুজ চত্বরে উপজেলা ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা,উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি এইচ,এম,শহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল হোসেন, শাহ আলম তালুকদার, গনেশ পাল প্রমূখ।

প্রোগ্রাম অফিসার রিপন হালদার ও স্বপন হালদারের এর যৌথ সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।

সভাশেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৯৭ টি হতদরিদ্র পরিবারকে ১৫০০ লিটার এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ ১টি মসজিদ ১টি মন্দিরকে ৫০০০ লিটার করে পানির ট্যাংক মহান আল্লাহ তায়ালা দেয়া রহমাতের বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য এ ট্যাংক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

আর কে-০৫

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ