Thursday, September 28, 2023

শেখ কামালের জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সম্মিলনী ইন্সটিটিউশন

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার। চ্যাম্পিয়ন হয়েছে সম্মিলনী ইন্সটিটিউশন। তাদের কাছে তিন গোলে পরাজিত হয়েছে কালেক্টরেট স্কুল।
খেলার প্রথমার্দের ছয় মিনিটে গোলের সূচনা করেন সম্মিলনী ইন্সটিটিশনের পর্নব সাউ। ম্যাচে ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রূপম সাহা আর ম্যাচের শেষের দিকে তৃতীয় গোলটি করেন মাজহারুল ইসলাম হিমেল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রূপম সাহা।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের সদস্যবৃন্দ।
রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ