Tuesday, September 26, 2023

যশোর পঙ্গু হাসপাতালের সামনে নির্মাণ শ্রমিকদের মারধর, আহত ৪

 

নিজস্ব প্রতিবেদক ||
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মমুখী দিনমজুরদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন শ্রমিক আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ উঠেছে, পঙ্গু হাসপাতালের দারোয়ান, গাড়ির ড্রাইভারসহ স্থানীয় বখাটে যুবকেরা একত্রে শ্রমিকদের মারধর করেছে।

আহতরা হলেন, সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের আব্দুর রবের ছেলে মোঃ রমজান, ধোপাখোলা গ্রামের রাসেল হোসেন (২৬), একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোরশেদ হোসেন (১৮) ও নাজমুল হোসেন (২৮)।

আহতরা জানায়, তারা আজ সকালে শহরের বড়বাজারে একসাথে বাই সাইকেল যোগে নির্মানের কাজ করতে আসছিলেন। পথিমধ্যে পঙ্গু হাসপাতালের সামনে (ঢাকা মেট্রো গ-৪৫১২৩১) নাম্বারের একটি প্রাইভেট কার রং লেনে আসায় প্রাইভেট কারের লুকিং গ্লাসে হালকা ঘসা লাগে। এতে প্রাইভেট কারের চালক আক্রমনাত্মক ভাবে শ্রমিকদের উপর হামলা করে, পরে চালক কোন এক ব্যক্তিকে মুঠোফোন করলে আশপাশ থেকে ৮ থেকে ১০ জন এসে এলোপাতাড়ি রাস্তার উপর শ্রমিকদের মারপিট করে। এ সময় পঙ্গু হাসপাতালে অনান্য ড্রাইভার ও দারোয়ান মারধর করে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হাসপাতালের সামনে মারামারির ঘটনা শুনেছি। এটা আৃার হাসপাতালের বাহিরের ঘটনা। আর গাড়িটি হলো কেশবপুরের এক ডাক্তারের, তিনি এখানে প্রেক্টিস করতে আসেন। এসময় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারির ঘটনায় আমার হাসপাতালের কোন স্টাফ জড়িত ছিলো না।

এএন- ১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ