রাতদিন ডেস্কঃ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার পর বিশ্বখ্যাত ফুটবলার মেসিসহ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনা হবে। ২০০৯ সালে মেসিকে দেশে আনা হয়েছিলো আবারও আনব ইনশাল্লাহ।
শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান আরও বলেন, আমরা দেশে ফুটবল নিয়ে কাজ করছি। যেন এ ফুটবল খেলাকে আরও উন্নত করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার ভূইয়া লাবন্য, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার প্রমুখ।