নিজস্ব প্রতিবেদকঃ যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে এ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ম্যাচে আন্ত কলেজ টুর্নামেন্টে জেলা পর্যায়ে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ ও নাভারণ ডিগ্রি কলেজ। দেড় ঘন্টার এ ম্যাচে ট্রাইবেকারে ৪-২ গোলে বিজয়ী হয় হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল সহ অনান্যরা।
সব শেষে বিজয়ী দলের মধ্যে ট্রফি ও নগদ দশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এবং রানারস্ আপদের মধ্যেও ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।