Thursday, April 25, 2024

৬-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

- Advertisement -

রাতদিন ডেস্কঃ এবার আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইতালির কাছে ধাক্কা খায় ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্বল ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের উত্তরসূরিরা। এত করে বিশ্বকাপে হেক্সা মিশনে জয়ের ধারায় ফিরলো ব্রাজিল।

গতকাল বুধবার ২৪ মে রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতেছে সেলেসাও জুনিয়ররা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিলিয়ানরা। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে র‍্যামন মেনেজেসের শিষ্যরা।

শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ডমিনিকা রিপাবলিক। ব্রাজিলের যুবাদের আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই তা অনুমান করা যায়। তবে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের। সাভিওর গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এর পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো।

ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ম্যাচের ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জিন হেনরিক পেদ্রোসো। এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।

এমএইচ-০১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত