Friday, April 19, 2024

যশোরে মারপিটের ঘটনায় থানায় মামলা

- Advertisement -

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল শো-রুমের কর্মচারি আকাশ হোসেন ও তার বন্ধু মাসুমকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে।

- Advertisement -

শহরের বেজপাড়া বুনোপাড়ার খোকনের স্ত্রী স্বপ্না বেগমের দায়ের করা মামলায় চিহ্নিত সন্ত্রাসী মৃত বুনো আসাদের ছেলে আনিসসহ ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামি করা হয়েছে।

অপর আসামিরা হলো, বেজপাড়া মেইন রোডের ভক্তির ছেলে শাকিল হোসেন, শাকিরের ড্রাইভার পাভেল, বিহারী কলোনীর সুলতান হোসেনের ছেলে রাব্বি ও বুনোপাড়ার সুকুমারের ছেলে হারাধন ওরফে হারু।

বাদী স্বপ্না বেগম মামলায় বলেছেন, তার ছেলে আকাশ শহরের চারখাম্বার মোড়ে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমে চাকরি করে। আসামি আনিসের সাথে বেশ কিছুদিন পূর্ব থেকে আকাশের বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত ২২ মে রাত সাড়ে ৯টার দিকে আকাশ ও তার বন্ধু মাসুম শো-রুম থেকে বাড়ি ফেরার পথে বেজপাড়া বনানী রোডে পুলিশিং কমিটির অফিসের সামনে পৌছানো মাত্র আনিসের নেতৃত্বে আকাশ ও আনিসকে পথরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে মারাত্মক আহত করে। কাছে থাকা সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় অন্য আসামিরা।

এসময় মাসুমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত আকাশ ও মাসুমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আকাশের মায়ের দায়ের করা মামলার কোন আসামিকে পুলিশ আটক করতে পারেনি।

তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন বলেছেন আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৭

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত