Thursday, April 18, 2024

বাংলাদেশে আসছে দ. আফ্রিকা, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

- Advertisement -

আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ যুব দলের বিপক্ষে এই সিরিজ শুরুর এখনও মাস দেড়েক বাকি। তবে এই সফরের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

- Advertisement -

৩ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। পাঁচ ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচ ১৮ জুলাই। আগামী বছর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে যুব বিশ্বকাপ। তার আগে এই সিরিজে দুই দলের লক্ষ্যই থাকবে নিজেদের ঝালিয়ে নেওয়া।

দল ঘোষণার পর প্রোটিয়া যুব দলের প্রধান নির্বাচক বলেন, ‘এই সফর থেকে আমারা আমাদের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা পাব। যেহেতু আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে এই একই কন্ডিশনে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সে কারণে এই কন্ডিশনে খেলোয়াড়রা কেমন দক্ষতা দেখাতে পারে সেই সুযোগও তাদেরকে দিবে এই সফর।’

দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল: লিয়াম এল্ডার, ইসা গ্যাংগাট, থেবে গ্যাজিট, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ত্রিস্টান লাস, কেওয়ানা মাফাকা, ডেয়ান মারাইস, রোমাশান পিল্লে, সিফো পটসেন, হেলহুয়ান দ্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটেসোয়েন, ডিভিড টিগার, জোনাথন ফন জাইল, ওলিভার হোয়াইটহেড।

অনলাইন ডেস্ক/আর কে-১৯

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত