Thursday, March 28, 2024

গুলশানে নায়ক ফারুকের জানাজা অনুষ্ঠিত

- Advertisement -

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ মে) বাদ আসর বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশান কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক জায়েদ খান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে ডিএনসিসির মেয়রসহ ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত ফারুকের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা শেষে মরহুমের মরদেহ নিজ গ্রাম গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোম টিওরীতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে পাঠান বাড়ি জামে মসজিদে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর এফডিসিতে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জনপ্রিয় এ নায়কের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ১৬ মে ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছায়।

অনলাইন ডেস্ক/আর কে-১১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত