Saturday, April 20, 2024

ঘুর্নিঝড় মোখা আতঙ্কে মোরেলগঞ্জবাসী : উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

এইচ,এম,শহিদুইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে সরাসরি বাংলাদেশে। ১৩ মের পর থেকে ১৫ মের মধ্যে যেকোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

এদিকে ঘূর্ণিঝড় সিডর,আইলা, আম্পান ও সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি মোরেলগঞ্জবাসী। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোখার বার্তা রীতিমত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তাদের। একটি দুর্যোগ মোরেলগঞ্জের নদী তীরবর্তী কয়েকটি গ্রামের মানুষগুলোর সারা জীবনের সম্পদ নিজ ভিটেমাটি কেড়ে নিতে পারে,সিডরের ১৬ বছর পরেও আজও নির্মান হয়নি স্হায়ী বেড়িবাধ

সর্বশেষ ২০২০ সালের ২০ মে বিকেলে সুন্দরবনের পাশ দিয়ে মোরেলগঞ্জে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্পান। এ সময় ক্ষতিগ্রস্ত হয় উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত শুকায়নি এখনো। এদিকে ঘুর্নিঝড় মোখা মোকাবিলায় মোরেলগঞ্জ জরুরি প্রস্তুতি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যাবস্হাপনা কমিটি।

এ উপলেক্ষে বৃহস্পতিবার (১১ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।

সভায় ঘুর্নিঝড় মোখা মোকাবিলা পুর্ববর্তী প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মাসুম, জামাল শরীফ, আবু সালেহ, কোস্ট গার্ড এর স্টেশন অফিসার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, স্কাউট প্রতিনিধি এনজিও প্রতিনিধিবৃন্ধ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আর কে-০৯

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত