Thursday, April 25, 2024

যশোরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

রবীন্দ্রনাথ মানেই চেতনার উন্মেষ। রবীন্দ্রনাথ মানেই প্রাণের আবেগ। অনন্ত ঐশ্বর্যের সন্ধানে সামনে এগিয়ে চলা। মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠার মানসে সারা দেশের মতো যশোরেও শ্রদ্ধা এবং ভালোবাসায় উদযাপিত হয়েছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী।
রবীন্দ্রচর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার পাশাপাশি তার কালজয়ী জীবনদর্শনে অনুপ্রাণিত হয়ে মানব মুক্তির পথ অন্বেষণের প্রত্যয় ছিল সমগ্র অনুষ্ঠানের মর্মবাণী। বাঙালীর মন-মানসিকতা গঠনের, চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন প্রেরণার উৎস রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটকের বিভিন্ন আয়োজনে সংগঠনগুলো তাদের অনুষ্ঠানের ডালি সাজায়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহরের প্রায় সবকটি সাংস্কৃতিক সংগঠনের নির্বাচিত শিল্পীদের অংশগ্রহণে হয় অনুষ্ঠান।
নৃত্য, আবৃত্তি, গানের পাশাপাশি রবীন্দ্র নাথেও উপর আলোচনাও হয়। একাডেমির সহসভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ অন্যরা।
রাতদিন সংবাদ/আর কে-১৪
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত