Friday, March 29, 2024

শার্শায় ১২ পিস স্বর্ণেরবার উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধিঃ খুলনা (২১ বিজিবির) ব্যাটালিয়নের সদস্যরা শার্শার গোগা সীমান্তে অভিযানে ১ কেজি ৪ শ ২ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, তার নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল শার্শার গোগা গ্রামে ইছামতি নদীর পাড়ে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দল তাকে থামতে বলে। ব্যক্তিটি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রংগের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশী করে ১ কেজি ৪০২ গ্রাম ওজনের মোট ১২ পিস স্বর্ণের
বার উদ্ধার করেন।  চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
আর কে-০৮
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত