Thursday, April 25, 2024

বিদ্রোহী সাহিত্য পরিষদের ২২৫তম সাহিত্য সভা

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার (৫ মে ) সকালে ২২৫তম সাহিত্যসভা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি আমির হোসেন মিলন, কবি অ্যাডভোকেট জিএম মুছা। বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, মো. মনিরুজ্জামান, রাজপথিক, সঞ্জয় নন্দী, রাশিদা আখতার লিলি, অরুণ বর্মন, এমএ কাসেম অমিয়, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, ফাতিমা পারভীন, হুমায়ন কবীর, রেজাউল করিম রোমেল, রশিদ শিমুল, অ্যাড. মাহমুদা খানম, সীমান্ত বসু, এমএম মনিরুল ইসলাম, শ্রী হাজারীলাল সরকার, জাহিদুল ইসলাম মিঠু, নজরুল ইসলাম, সামিয়া আফরিন, তাসরিফ জাহান মিতুল প্রমুখ।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য কবি অধ্যাপক সুরাইয়া শরীফের ছোট ছেলে রাশেদ আকবর খান প্রত্যয়ের আত্মার মাগফেরাত কামনা করে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-১০
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত