Friday, April 26, 2024

পাকিস্তানে আদালতের রায়ে বাঁচলো রাজ কাপুরের বাড়ি

- Advertisement -

পাকিস্তানের পেশোয়ারে রাজ কাপুরের হাভেলি ভাঙতে চেয়েছিলেন বাড়িটির বর্তমান মালিক। তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন, বাড়ি ভেঙে শপিং মল তৈরির। আদালত তা নাকচ করে দিয়েছে। এতে করে রক্ষা পেয়েছে রাজ কাপুরের বাড়ি।

পেশোয়ারে রাজ কাপুরের বাড়ির বর্তমান মালিক ১৯৬৯ সালে অকশনে বাড়িটি কিনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন। তার বক্তব্য, বাড়িটি এখন তার সম্পত্তি। ফলে সেটি ভেঙে তিনি শপিং মল বানাতে চান। কিন্তু আদালত তা মানতে চায়নি।

আদালত জানিয়েছে, ওই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনোভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।

বস্তুত, এর আগে পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িও একইভাবে রক্ষা করেছিল আদালত। ওই বাড়ির বর্তমান মালিকও বাড়িটি ভেঙে শপিং মল বানাতে চেয়েছিলেন। কিন্তু তা করতে দেওয়া হয়নি। একই আদালত ওই বাড়িটিকেও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।

এদিন আদালত নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের প্রশাসন রাজ কাপুরের বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয়।

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের পেশোয়ার ছেড়ে ভারতের মুম্বাইয়ে পাকাপাকিভাবে চলে আসে কাপুর পরিবার। দিলীপ কুমারও একই সময় ভারতে চলে এসেছিলেন। পরবর্তী সময় ইতিহাস। কাপুর পরিবার এখন বলিউডের একটি অন্যতম স্তম্ভ।

পাকিস্তানেও কাপুর পরিবার অত্যন্ত জনপ্রিয়।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত