Wednesday, April 24, 2024

অভয়নগরে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

- Advertisement -

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে বিষ ঢেলে এক ব্যক্তির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ মারা হয় বলে ওই ব্যক্তির অভিযোগ।

এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পুকুর মালিকের নাম আল-মামুন কাজী। তিনি উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের কাজী রুহুল কুদ্দুসের ছেলে। ঘটনাটি ঘটেছে ২মে মঙ্গলবার মধ্যরাতে। এঘটনায় ক্ষতিগ্রস্ত আল-মামুন কাজী বলেন, আমি অন্য ঘেরে মাছ দেওয়ার জন্য এই পুকুরে মাছ মজুদ করে রেখে ছিলাম। গত মঙ্গলবার রাতে আমার পুকুরের আসপাশ দিয়ে প্রতিপক্ষের লোকদের চলাচল করতে দেখে আমার সন্ধেহ হয়। সেই জন্য আমি রাতে মাছ পাহারা দিতে থাকি। একটি কাজে রাত বারোটার কিছু আগে বাড়ির ভিতরে যায়। মধ্যরাতে একটি শব্দ শুনে পুকুর পাড়ে ছুটে যায়। গিয়ে দেখি মাছ ছটফট করে মারা যাচ্ছে এসময় পুকুরের পানি ও বাতাসে বিষের গন্ধ অনুভব করি। পুকুরে বড় চিংড়ি মাছের পোনা, সাদা মাছের ভিতর কাতলা ও রুই মাছ ছিল। বিষ দেওয়ার ফলে সকল মাছ মারা গেছে। মাছ মারা যাওয়ার ফলে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন আতংকে আছি অন্য পুকুর গুলো নিয়ে। থানায় অভিযোগের বিষয়ে বাবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো বলে জানান।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত